১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের কর্মসূচী

স্টাফ রিপোর্টার, সোমবার ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলৰে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ ময়মনসিংহ মহানগর কমিটি শহরের কালীবাড়ি রোডস’ কুমার উপেন্দ্র বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করবে। কর্মসুচীর মধ্যে রয়েছে সকাল ৬ টা ১ মিনিটে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুম্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা ও কালো পতাকা অর্ধ নমিতকরণ করা হবে। সকাল ১১ টা ২০ মিনিটে মিলাদ মাহফিল ও দোয়া এছাড়া সারাদিন ব্যাপী বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও দেশাত্ববোধক গান প্রচার করা হবে। কর্মসূচী সফল করার জন্য বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি আমিনুল হাসান ও সাধারণ সম্পাদক শীতল সরকার সকলকে অনুরোধ জানিয়েছেন। ###