| সকাল ৮:৩৭ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বাধন করা হয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ২ হাজার ১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় উপজেলার মধুপুর উচ্চ বিদ্যালয়. কুমারুলী উচ্চ বিদ্যালয়,সাখুয়া আদর্শ বিদ্যানিকেতন ও রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয় । এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. ফখরুল ইমাম। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লাহ সরকার ও জনপ্রতিনিধি সহ শিক্ষক শিক্ষার্থীগণ উপসি’ত ছিলেন । #

সর্বশেষ আপডেটঃ ৮:১৫ অপরাহ্ণ | আগস্ট ১৩, ২০১৬