শ্রীবরদীতে কারিতাসের সিডিও অতুল ম্রংয়ের বিরুদ্ধে নানা অভিযোগ

শ্রীবরদী প্রতিনিধি:১৩ আগস্ট ২০১৬, শনিবার
কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ অঞ্চলের নিয়ন্ত্রণাধীন শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান-বর্তী বাবেলাকোণা ক্লাস্টারের দায়িত্বরত সমাজ উন্নয়ন কর্মকর্তা (সিডিও) মি. অতুল ম্রংয়ের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, এই কর্মকর্তা বাবেলাকোণা ক্লাস্টারে যোগদান করেই বেপরোয়া হয়ে উঠে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে অফিস স্টাফ সহ স’ানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তার বাড়ীর পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার মরিয়ম নগর হওয়ার সুবাদে বিভিন্ন শ্রেণীর মানুষ প্রায় রাতেই মটর সাইকেল যোগে তার অফিসে এসে আড্ডা দিয়ে যায়। কারিতাস অফিসে অবাধে বহিরাগত লোকজনের অবাধ চলাফেরার কারনে সীমান- জনপদের মানুষ আতঙ্ক হয়ে পড়ছে। একাধিক সূত্রের অভিযোগ রয়েছে কারিতাসের আয়োজনে বিভিন্ন সভা, সমাবেশ, সেমিনার ও র্যালীতে মিথ্যা প্রলোভনে আদিবাসীদের ডেকে এনে তিনি হয়রানী করে থাকেন। আর এ সকল অনুষ্ঠানের মাধ্যমে ফটো সেশনের জন্য স’ানীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দদের এবংকি স’ানীয় সাংবাদিকদের না জানিয়ে তার মনোনীত জামাত শিবির ধর্ণার কয়েকজন সংবাদকর্মীদের সকল অনুষ্ঠানে দাওয়াত করে আনেন। তিনি নিজেকে বিভিন্ন আদিবাসী নেতাদের আত্নীয়ের পরিচয় দিয়ে থাকেন। এ প্রসঙ্গে অতুল ম্রংয়ের সাথে তার ব্যক্তিগত মুঠোফোন ০১৭১৪-৬৫০৩০৭ এ নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। স’ানীয় সীমান- জনপদের গ্রামবাসীরা কারিতাস কর্মকর্তা অতুল ম্রংয়ের গতিবিধি নজর ও তার ওপর তদনে-র দাবী জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।