ধোবাউড়ায় গৃহবধুকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ধোবাউড়ায় এক গৃহবধুকে বিদ্যুতের তার পেছিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার কুঠের দিঘিরপাড় এলাকায় শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। স’ানীয়দের কাছ থেকে জানা যায় প্রায় ৬মাস পূর্বে কুঠের দিঘিরপাড় গ্রামের জালাল চৌকিদারের ছেলে বছির উদ্দিনের সাথে বিয়ে হয় কাশিনাথপুর গ্রামের আঃ মজিদের মেয়ে জেসমিনের। মেয়ের বাবা আঃ মজিদ অভিযোগ করেন বিয়ের পর থেকেই জেসমিনকে মারধর করে আসছে শশুরবাড়ির লোকজন। শুক্রবার গভীর রাতে বিদ্যুতের তার পেছিয়ে জেসমিনকে হত্যা করে। শনিবার সকালে ধোবাউড়া থানা পুলিশ ঐ গৃহবধুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় গৃহবধুর স্বামীসহ শশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। এ ব্যাপারে ধোবাউড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই র্ববেল মিয়া বলেন প্রাথমিক ভাবে এটি হত্যাকান্ড ধারণা করা হচ্ছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা রজু করা হয়নি। এবং ময়মনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানোর প্রস’তি চলছে।