ঈশ্বরগঞ্জে বাল্যবিয়ে বর ও কনের বাবার জেল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি, ১২ আগস্ট ২০১৬, শুক্রবার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যামন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার এ সাজা দেন। ওই সময় বরকে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
উপজেলার চরহোসেনপুর গ্রামের নুর্বল ইসলামের কন্যা ঈশ্বরগঞ্জ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাএী বিউটি আক্তারের সাথে পৌর সদর কাকনহাটি গ্রামের ফজলুল হকের ছেলে আলমগীর হোসেনের বিয়ের আয়োজন করা হয়। বাল্যবিয়ের খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিয়ের আসরে গিয়ে বর-কনে, বরের বাবা ও কনের বাবাকে ধরে নিয়ে আসেন। শুক্রবার বিকেল ৫ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর কাছে তাদের হাজির করা হলে বরের বাবা ফজলুল হক ও কনের বাবা নুর্বল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়। বিচারক বর আলমগীর হোসেনকে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিলে জরিমানা দিয়ে মুক্তি পায় বর। ইউএনও রাজীব কুমার সরকার বলেন, বাল্যবিয়ে মুক্ত উপজেলায় কেউ বাল্যবিয়ে আয়োজন করলে কঠোর সাজা দেওয়া হবে।##