ময়মনসিংহে দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
স্টাফ রিপোর্টার | ১০ আগস্ট ২০১৬, বুধবার
লাইসেন্স না থাকায় ময়মনসিংহে দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে।
বুধবার (১০ আগস্ট) দুপুরে শহরের চরপাড়া মোড় এলাকার এ দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন এ জরিমানার আদেশ দেন।
ডায়াগনস্টিক দু’টি হচ্ছে- কথা ডায়াগনস্টিক সেন্টার ও ডেফোডিল মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার।
ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিন জানান, লাইসেন্স ও ল্যাব টেকনেশিয়ান না থাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে কথা ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা ও সিলাগালা করে দেওয়া হয়।
পরে পাশের ডেফোডিল মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান চালানো হয়। সেখানেও মাইক্রোস্কোপ ছাড়া বিভিন্ন পরীক্ষ-নিরীক্ষা, ল্যাব টেকনেশিয়ান না থাকা এবং লাইসেন্স নবায়ন না থাকার কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।###