নেত্রকোনায় যুবলীগ নেতা হত্যাকান্ডে ৩০জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি ঃ জেলার পূর্বধলা উপজেলার হুগলা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান তুলা হত্যাকান্ডে মঙ্গলবার রাতে পূর্বধলা থানায় মামলা হয়েছে। নিহতের বোন শেফালী বেগম বাদী হয়ে বুলবুল মীর, আবুল কাসেম, মো. বাদশা মিয়া ও মুসলেম উদ্দিনসহ ২৭জনের নাম উলেৱখ ও অজ্ঞাত ২-৩জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আবদুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।