| রাত ৮:৩৪ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বারিধারাকে ২-০ তে হারালো রহমতগঞ্জ

ফাহিম মোঃ শাকিলঃ   ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ময়মনসিংহ পর্বের ষষ্ঠ খেলায় উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। পুরোনো ঢাকার এই দলটি দুই অর্ধের শেষের দিকে দুটি গোল করে পয়েন্ট অর্জন করে নেয়। চার খেলায় রহমতগঞ্জের পয়েন্ট আট। চার ম্যাচে উত্তর বারিধারার সংগ্রহ তিন পয়েন্ট।

খেলার প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে পাওয়া গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ডি-বক্সের মাঝামাঝি স্থানে রহমতগঞ্জের দাওদা সিসে’কে ফাউল করেন বারিধারা ডিফেন্ডার আলাউদ্দিন বাবু। রেফারির সিদ্ধান্তে পেনাল্টি পায় ক্লাবটি। গোলরক্ষক রাজিবকে পরাস্ত করে ২৬ নম্বর জার্সি ধারী ফরোয়ার্ড সিয়ো জুনাপিয়ো প্রথম গোলের দেখা পায়।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে উত্তর বারিধারা। অপর পক্ষে আক্রমণাত্মক মেজাজে খেলে একাধিক সুযোগ তৈরি করে রহমতগঞ্জ এবং ৯০ মিনিটে তারা দ্বিতীয় গোলের দেখা পায়। ২০ গজ দূর থেকে করা  দাওদা সিসে’র সট গিয়ে জরায় সেকেন্ড বারে। চমৎকার এই গোলের মাধ্যমে ২-০ তে জয় নিয়ে মাঠ ছারে রহমতগঞ্জ।

সর্বশেষ আপডেটঃ ৭:৩৭ অপরাহ্ণ | আগস্ট ১০, ২০১৬