| রাত ১০:২৪ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কলমাকান্দায় ছাত্রলীগের একাংশের মিছিলে পুলিশের বাধা

নেত্রকোনা প্রতিনিধি ঃ জেলার কলমাকান্দা উপজেলা সদরে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের একাংশ পুলিশি বাধার কারনে মিছিল করতে পারেনি। পরে তারা কলমাকান্দা কলেজ মোড়ে সমাবেশ করে।
জানা গেছে, সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীর সমর্থক স’ানীয় ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা জাতীয় শোক দিবস উপলক্ষে  বুধবার বিকেলে জেলার কলমাকান্দা উপজেলা সদরের পূর্ব বাজার থেকে মিছিল বের করে। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন মনিরের নেতৃত্বে মিছিলটি স্থানীয় শহীদ মিনারের দিকে যেতে চাইলে কলমাকান্দা কলেজ মোড়ে পুলিশ বাধা প্রদান করে। পুলিশি বাধার মূখে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- মো. শাহরিয়ার হোসেন মনির, রফিকুন্নবী চমক, মাহাবুবুর রহমান রিয়াদ, সোহান খান রাজ, কামর্বল ইসলাম, আবদুল কাদির তুহিন প্রমুখ।
কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ বলেন, ওরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কেউ নয়। ইচ্ছে করলেই যে কেউ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে মিছিল সমাবেশ করতে পারবেনা।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, স’ানীয় কিছু যুবক ছাত্রলীগের ব্যানার নিয়ে মিছিল করতে চেয়েছিল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক জানান ওরা দলের কেউ নয়। তাই তাদের মিছিল করে শহীদ মিনারে যেতে দেয়া হয়নি।

সর্বশেষ আপডেটঃ ৭:৩৭ অপরাহ্ণ | আগস্ট ১০, ২০১৬