“মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীন স্বত্ত্বায় সমৃদ্ধির প্রতিশ্র্বতিতে সেবা দিয়ে যাচ্ছে দি ফারমার্স ব্যাংক”

স্টাফ রিপোর্টার | ১০ আগস্ট ২০১৬, বুধবার,
ময়মনসিংহঃ মুক্তিযুদ্ধের চেতনায় “স্বাধীন স্বত্ত্বায় সমৃদ্ধি আমাদের প্রতিশ্র্বতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে দি ফারমার্স ব্যাংক লিমিটেড। তরুণ উদ্দ্যমী কর্মীবাহিনী নিয়ে ব্যাংকিং সেবার মান রেখে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও দেশের তরুণ উদ্দ্যমী যুব সমাজকে নিয়োগ দিয়ে দেশের বেকারত্ব দূরীকরনেও কাজ করছে এ ব্যাংকটি। দি ফারমার্স ব্যাংকের দেশের অষ্টম বিভাগীয় নগরের সপ্তম এটিএম বুথ উদ্ভোধন অনুষ্ঠানে সংৰিপ্ত আলোচনায় আমন্ত্রিত অতিথিরা এসব কথা বলেন। বুধবার বিকেলে নগরীর দূর্গাবাড়ী রোডে ব্যাংকের নিচ তলায় এটিএম বুথ এর উদ্ভোধন করা হয়। উদ্ভোধন পূর্বে ব্যাংক কার্যালয়ে আলোচনায় হেড অফ ব্রাঞ্চ ম্যানেজার মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও ক্রেডিট অফিসার মোঃ আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম ফয়জুল হক। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার মোঃ জিয়াউল ইসলাম, মোঃ হার্বন অর রশীদ, ময়মনসিংহ মহানগর ইউনিট কমান্ডের যুগ্ন আহবায়ক সেলিম সাজ্জাদ, সদস্য সচিব সেলিম সরকার, তারাকান্দা ব্রাঞ্চ ম্যানেজার মামুন আহম্মেদ প্রমুখ। উদ্ভোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অপারেশন অফিসার মোছাঃ রওনক জাহান। আলোচনা সভায় বক্তারা আরো বলেন, ব্যাংকটির অন্যতম প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহবুবুল হক (বাবুল চিশতী’র) কথা আজীবন স্মরন করবে বর্তমান মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ। এ ব্যাংকটির ৪৪টি শাখায় মুক্তিযোদ্ধাদের তর্বন উদ্দ্যমী সন্তানরা কাজ করে ব্যাংকটিকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। শুধু ব্যাংকিং সেবা নয় মানুষের কল্যানে আত্মনিবেদিত হয়ে দেশের হয়ে কাজ করে যাচ্ছে মাহবুবুল হক (বাবুল চিশতি)। মুক্তিযোদ্ধাদের বক্তৃতায় বেরিয়ে আসে একজন আত্মনিবেদিত ব্যাক্তির নাম।