| বিকাল ৪:১০ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী শিক্ষার্থীদের উৎসাহিত করবে —উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম

এইচ.এম জোবায়ের হোসাইন, ত্রিশাল, ৯ আগস্ট ২০১৬, মঙ্গলবার
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম বলেছেন, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও আদর্শ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। রবীন্দ্রনাথ সম্পর্কে শিক্ষার্থীদের আরো উৎসাহিত ও সচেতন করতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন আবাসস’ল পরিদর্শনের উপর গুরুত্বারোপ করেন উপাচার্য।

তিনি গত সোমবার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যারয়ের কলা ভবনের থিয়েটার হলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো: মাহবুব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগীত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুশাররাত শবনম, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: সাহাবউদ্দিন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: সাহাবউদ্দিন।

সর্বশেষ আপডেটঃ ৯:০২ অপরাহ্ণ | আগস্ট ০৯, ২০১৬