গৌরীপুরে ৭ জুয়ারীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ
ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে ৭ জুয়ারীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন। অর্থ দন্ডে দন্ডিতরা হলেন উপজেলার পাইসকা গ্রামের দুলাল (৩৫), মানুরা গ্রামের মোহাম্মদ উলৱাহ (৩২), ডেংগা গ্রামের সোহেল (২৫), সিধলা গ্রামের স্বপন (২৫), মনাটি গ্রামের হাসন আলী (৫০), শফিকুল ইসলাম (৩০), চড়পাড়া গ্রামের জসিম উদ্দিন (৪০)।
থানা সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে উপজেলার সিধলা ইউনিয়নের পাইসকা গ্রামে শহিদুল মিয়ার দোকানে জুয়ারীরা জুয়া খেলছিল। এসময় গৌরীপুর থানার পুলিশ তাদেরকে ঘটনাস’ল থেকে আটক করে। ####