আদিবাসী দিবসে অধিকার নিশ্চিতের দাবিতে ময়মনসিংহে আদিবাসীদের মানববন্ধন ও র্যালী
স্টাফ রিপোর্টার | ৯ আগস্ট ২০১৬, মঙ্গলবার
আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপল আদিবাসীদের ভূমি ও জীবনের অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহের আদিবাসীরা (ৰুদ্র নৃ-গোষ্ঠী)। মঙ্গলবার সকাল দশটায় শহরের গাঙ্গিনারপাড় মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘আদিবাসীদের ভূমি ও জীবনের অধিকার নিশ্চিত এবং মধুপুরের আদিবাসীদের জমিতে সংরক্ষিত বনাঞ্চল বন্ধ করতে হবে। আদিবাসী হিসেবে আমাদের স্বীকৃতি দিতে হবে’। সকালে আদিবাসীরা জেলা প্রশাসক মুস্তাকীম বিলৱাহ ফার্বকীর কাছে প্রধানমন্ত্রী বরাবরে এক স্মারকলিপি পেশ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন কমিটির মহাসচিব অরণ্য ই. চিরান, আদিবাসী নেতা শশাঙ্ক রিছিল ও পিন্টু আরেং। সংহতি জানান ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর্বল হক, জেলা মহিলা পরিষদের সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদুল হক মিলৱাত প্রমুখ। ##