| সকাল ১০:২২ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ব্রাদার্স-আরামবাগ ম্যাচ ২-২ গোলে ড্র

স্পোর্টস ডেস্কঃ   ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ময়মনসিংহ পর্বের পঞ্চম খেলায় আজ মঙ্গলবার ব্রাদার্স ইউয়িনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আরামবাগ ক্রীড়া সংঘ। এই ম্যাচ শেষে চার খেলায় আরামবাগের পয়েন্ট পাঁচ। সমান খেলায় ব্রাদার্সের পয়েন্ট তিন।
খেলার প্রথমার্ধে ছয় মিনিটের সময় নাজমুল ইসলাম রাসেলের গোলে এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্স খেলায় এগিয়ে থাকলেও হাল ছারেনি আরামবাগ। ২৬ মিনিটে নাইজেরিয়ান ফরোযার্ড কেস্টার একনে হেডে গোল পায় আরামবাগ। এর পর থেকে আরও আক্রমণাত্মক খেলতে থাকে আরামবাগ। এর ফল হিসেবে প্রথমার্ধের শেষের দিকে জাফর ইকবালের গোলে (২-১) এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি। আক্রমণের ধারাবাহিকতা অব্যাহত রেখে প্রথমার্ধের শেষ মিনিটে লিড নেয় আরামবাগ। মাঝমাঠ থেকে একাই বল নিয়ে ব্রাদার্স রক্ষণভাগে ঢুকে কোনাকুনি শটে দূরের জালে বল জড়ান এ তরুণ মিডফিল্ডার।
পরে খেলার দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটের মাথায় ব্রাদার্সকে খেলায় ফেরান তরুণ ফরোয়ার্ড মান্নাফ রাব্বি। নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলেরে চিপে ডান পায়ের জোরালো ভলিতে সমতা আনেন রাব্বি।
খেলা শেষে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স ইউয়িন ও আরামবাগ ক্রীড়া সংঘ।

সর্বশেষ আপডেটঃ ৭:৩৩ অপরাহ্ণ | আগস্ট ০৯, ২০১৬