ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার চার আসামি কারাগারে

অনলাইন ডেস্কঃ মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ময়মনসিংহের চার আসামিকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
আসামিরা হলেন- আব্দুস সালাম ওরফে সালাম মুন্সী (৬৮), সুরুজ আলী ফকির (৭০), আব্দুর রহিম মাস্টার (৭০) ও জালাল উদ্দিন (৬৮)। গতকাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপরই তারা গ্রেফতার হন।
আজ তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হলে কারাগারে পাঠানোর আবেদন জানায় প্রসিকিউশন।
প্রসিকিউটর আবুল কালাম জানান, মামলাটির তদন্তকারী কর্মকর্তা রুহুল আমীন। হত্যা, ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগের অভিযোগে আসামিদের বিরুদ্ধে গত ১৭ মে থেকে তদন্ত চলছে।