| সকাল ১১:৫০ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গফরগাঁওয়ে অটো চালককে ছুরিকাঘাতে হত্যা

গফরগাঁও প্রতিনিধিঃ   ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকার গোঁ-হাটায় প্রকাশ্যে একদল ছিনতাইকারী অটো রিক্সা চালক জাহিদকে (২৫) বুকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।
সোমবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। নিহত জাহিদ উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের সূবর্নপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
জানা যায়, সোমবার সালটিয়া বাজারের গোঁ-হাটা মাঠে অটো চালক জাহিদ যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একদল ছিনতাইকারী তার সাথে থাকা নগদ সাড়ে ৮ হাজার টাকা ও মুঠোফোন কেড়ে নিতে চাইলে ছিনতাইকারীদের সাথে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা জাহিদের বুকের ডান দিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে উপজেলার মাইজহাটি বাজার এলাকায় সে মারা যায়।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ডিউটি ডাঃ আছমা লাবনী বলেন, ছুরাটি বুকের অনেকটা গভীরে ঢুকে যাওয়ায় অতিরিক্ত রক্ত ক্ষরনে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি একে এম মাহবুবুল আলম বলেন, মোবাইল ও টাকা নিয়ে টানাটানির এক পর্যায়ে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে।

সর্বশেষ আপডেটঃ ৪:২১ অপরাহ্ণ | আগস্ট ০৯, ২০১৬