| সন্ধ্যা ৭:২৫ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি: ১৯ পুলিশসহ গ্রেফতার ২৫

 অনলাইন ডেস্কঃ ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেয়ার অভিযোগে ১৯ পুলিশসদস্যসহ ২৫ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৮আগস্ট) দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুদক থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

দুদকের উপ-পরিচালক প্রণবকুমার ভট্টাচার্য জানান, ২০১৪ সালে একটি মামলা হয় এই অভিযোগে যে ভুয়া সনদ ব্যবহার করে কনস্টেবলের চাকরি নিয়েছেন কজন পুলিশ। এরপর এই নিয়ে দুদক তদন্ত শুরু করে। দুদক জানাচ্ছে প্রাথমিক সত্যতা পাওয়ার পর আজ পাবনায় এই ১৯ জন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তবে এরপরও এদের আরও তদন্ত চালানো হবে এবং সেখানে অভিযোগ প্রমাণিত হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সুত্রঃ আমার সংবাদ

সর্বশেষ আপডেটঃ ৬:০৮ পূর্বাহ্ণ | আগস্ট ০৯, ২০১৬