মোহনগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি ঃ ৮ আগস্ট ২০১৬, সোমবার,
জেলার মোহনগঞ্জের হাটনাইয়া আলীপুর গ্রামে সোমবার সকালে নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে শহীদুল ইসলামের (৩৫) মৃত্যু হয়েছে। তিনি জেলার বারহাট্টা উপজেলার সিংধা গ্রামের আবদুস সালামের ছেলে।
জানা গেছে, জেলার মোহনগঞ্জের হাটনাইয়া আলীপুর গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন শহীদুল ইসলাম। আজ সোমবার সকালে তিনি গ্রামের পাশে সাতমা ধলাই নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যান। এক পর্যায়ে পানিতে পড়ে ডুবে যান। এলাকাবাসী তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস’্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।