পূর্বধলায় প্রতারক গ্রেফতার

ভ্রাম্যমান প্রতিনিধিঃ
সেনা বাহিনীতে চাকুরী দেওয়ার কথা বলে প্রতারনা করতে গিয়ে রনিরানা (৩০) নামে এক প্রতারককে জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছে। তার বাড়ী নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার সাওতা (মধুপুর) গ্রামে তার পিতার নাম মৃত আফতাব উদ্দিন।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক এস আই শরীফ হায়দার জানায় উপজেলার বালুচড়া গ্রামের আশরাফ আলীর ভাগিনা কে সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার কথা বলে ৫ লৰ টাকা রফা করে অগ্রিম ২ লৰ টাকা নিয়ে য়ায় এবং বাকী ৩ লৰ টাকা নিতে শনিবার আবার বালুচড়া বাজারে আছে এবং তার কথাবার্তায় সন্দেহের সৃষ্টি হলে প্রতারক রনি রানা কে আটক করে পূর্বধলা থানা পুলিশের কাছে সোর্পদ করে। এ ব্যাপারে পূর্বধলা থানায় একটি প্রতারনা মামলা দায়ের করা হয়েছে।