ময়মনসিংহে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়

স্টাফ রিপোর্টার | ৭ আগস্ট ২০১৬, রবিবার
নবাগত ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ মোঃ নুরুল ইসলাম ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিমিয় করেছেন। গতকাল রোববার সকাল ১১ টায় পুলিশ অফিসের সম্মেলন কৰে মতবিনিময় সভায় ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ৭১ টিভির বাবুল হোসেন, দৈনিক কালের কন্ঠের নিয়ামুল কবির স্বজল, সিটি প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির আইয়ুব আলী, চ্যানেল আই এর শেখ মহি উদ্দিন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পা্দক ও দৈনিক মানবজমিনের মতিউল আলম, দৈনিক আলোকিত ময়মনসিংহের সম্পাদক প্রদীপ ভৌমিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। সাংবাদিকরা ময়মনসিংহ জেলায় অপরাধের ধরণ সমস্যা সস্পর্কে তুলে ধরেন। পুলিশ সুপার ধৈর্যের সাথে সাংবাদিকদের কথা শুনেন। সাংবাদিকরা শহরের যানজট, মাদক, জুয়া, সড়ক মহাসড়কের উপর বাজার ও ত্রি-হুইলার চলাচল বন্ধ করা, জঙ্গিদমন, ইভটিজিং, চাঁদাবাজি, মাস্তানী ও বন্ধ করতে পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পরামর্শ দেন। পুলিশ সুপার এসব পরার্মশ দেয়ার জন্য সাংবাদিকদেরকে ধন্যবাদ জানান। উভয় পৰ পরস্পরকে সহয়োগিতা করার জন্য অনুরোধ জানান। মতবিনিময় কালে অতিরিক্তি পুলিশ সুপার হার্বন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার হামিদুল হক, অতিরিক্ত সুপার এস এম নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম, এ এসপি সীমা রানী সরকার, এএসপি সহিদুল ইসলাম পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবাগত পুলিশ সুপার এর আগে ঢাকা ডিএমপি ওয়ারী ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ###