| রাত ৮:২২ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীবরদীতে সন্ত্রাস ও জঙ্গী প্রতিরোধে মানববন্ধন

শ্রীবরদী প্রতিনিধি ঃ
শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক প্রতিরোধে গণসচেতনতার লক্ষ্যে মানববন্ধন করেছে। শনিবার দুপুরে শ্রীবরদী পৌরশহরের চৌরাস-া মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশাল এ মানববন্ধন শেষে জঙ্গিবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উক্ত সংগঠনের জেলা সভাপতি মাওলানা নূরুল আমীন, সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মো. মেরাজ উদ্দিন, উপজেলা শাখার সভাপতি শ্রীবরদী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক লংগরপাড়া দাখিল মাদরাসার সুপার মো. আব্দুল্লাহ, জেলার সদস্য ইদ্রিসিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. ফজলুর রহমান, ঝিনাইগাতীর সভাপতি দীঘিরপাড় ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. সুলতান মাহমুদ খসরুল্লাসহ উপজেলার দাখিল, আলিম ও ফাজিল মাদরাসার অধ্যক্ষ বৃন্দ। জেলা শাখার সভাপতি তার বক্তব্যে বলেন, এদেশ জঙ্গিবাদের দেশ নয়, মাদরাসায় কোন জঙ্গি তৈরি হয় না, হতে দেব না। বঙ্গবন্ধুর সোনার বাংলায় জঙ্গি, সন্ত্রাসের কোন স’ান নেই। উপজেলা শাখার সভাপতি বলেন, এ দেশ যখন অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে, তখন একটি কুচক্রীমহল ইসলামের নামে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য জঙ্গি, সন্ত্রাস চালাচ্ছে। ইসলামে জঙ্গিবাদের কোন স’ান নেই। সারা বিশ্বব্যাপী ইসলামকে কলংকিত করার জন্যই একটি কুচক্রি মহলের এই প্রয়াস। মানববন্ধনে উপজেলার বাইশটি মাদরাসার অধ্যক্ষ, সুপার, সহকারী শিক্ষক/শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপসি’ত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১০:৩৯ অপরাহ্ণ | আগস্ট ০৬, ২০১৬