ত্রিশালে আলোচিত চানু হত্যা মামলার চার্জশিট দাখিল

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি,
বিদ্যুত সঞ্চালন লাইনে সংযুক্ত গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ময়মনসিংহের ত্রিশালের ধানীখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক চাঁন মিয়াকে হত্যা ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট দাখিল করেছে সিআইডি। বহুল আলোচিত চানু হত্যা মামলার দায়িত্বপ্রাপ্ত সিআইডি অফিসার আবু বক্কর সিদ্দীক বৃহস্পতিবার চানু হত্যা মামলার ১১ আসামীর বির্বদ্ধে চার্জশিট দাখিল করেন ময়মনসিংহের বিজ্ঞ আদালতে।
চাঁনু হত্যার চার্জশিটভুক্ত আসামীরা হলেন, আত্তস আলী, ফলজুল হক, আনিরল ইসলাম, মনিরল ইসলাম, মরত্বজা বেগম, মজনু মিয়া, ফাতেমা খাতুন, হামিদা খাতুন, খাদিজা খাতুন, মোগলজান ও অনিতাব বাবু।
সিআইডি সূত্রে জানা গেছে, উল্লেখিত আসামীদের বিরুদ্ধে দন্ডবিধি ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০২, ১১৪/৩৪ ধারা চার্জশিট দাখিল করা হয় ।
উল্লেখ্য; ২০১৫ সালের ১০ ডিসেম্বর ফজল মিয়াসহ ২০-২৫ জন লোক রড ও লাঠি দিয়ে পিটিয়ে এনামুল হক চানু মিয়াকে হত্যা করে। পরের দিন ১১ডিসেম্বর নিহতের বড় ভাই আজিজুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাহার মামলা নং-১১, তারিখ-১১/১২/২০১৬ইং।