| দুপুর ১২:৩৭ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

অলিম্পিকে বাংলাদেশের ইভেন্টের সূচি

শনিবার ভোর থেকে শুরু হতে যাচ্ছে, ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। অর্থাৎ, রিও অলিম্পিক। সেখানে পাঁচটি ইভেন্টে বাংলাদেশের মোট সাতজন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।

উদ্বোধনী দিনেই রয়েছে বাংলাদেশের একটি ইভেন্ট। আর্চার শ্যামলী রায় বাংলাদেশ সময় রাত ১০টায় র‍্যাংকিং রাউন্ডের লড়াইয়ে নামবেন।

সোমবার, অর্থাৎ আট আগস্ট ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন কমনওয়েলথ গেমসে রুপা জয়ী বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকি। ইভেন্টটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।

তিনদিন বাদে ১১ আগস্ট ৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতার প্রতিযোগিতায় ফের দেখা যাবে বাংলাদেশকে। বাংলাদেশি সাঁতারু বাছাই প্রতিযগিতায় অংশ নেবেন রাত ১০টায়। একই দিনে লড়াইয়ে নামবেন এবারের অলিম্পিকে বাংলাদেশের হয়ে সবচেয়ে সম্ভাবনাময় সিদ্দিকুর রহমান।

সরাসরি অলিম্পিকে সুযোগ পাওয়া সিদ্দিকুর রহমানের খেলা শুরু হবে এদিন বিকেল চারটায়।

পরের দিন (১২ আগস্ট) ট্র্যাক অ্যান্ড ফিল্ডের লড়াইয়ে নামবেন দৌড়বিদ শিরিন আক্তার। খেলাটি অনুষ্ঠিত হবে রাত নয়টায়। এক ঘন্টা পর রাত ১০টায় নারীদের ৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতারের বাছাই পর্বে নামবেন সোনিয়া আক্তার।

১৩ আগস্ট পুরুষদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় নামবেন মেজবাহ হোসেন। বাছাইপর্বের প্রতিযোগিতাটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

জানিয়ে রাখা ভালো, অলিম্পিকে স্বর্ণপদক জিততে পারলে ওই অ্যাথলেটকে এক কোটি, রুপা জিতলে ৫০ লাখ টাকা এবং ব্রোঞ্জ জিতলে ২৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

সর্বশেষ আপডেটঃ ১২:২৬ অপরাহ্ণ | আগস্ট ০৫, ২০১৬