| রাত ১:৩১ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শীর্ষনিউজ এবং আমার দেশসহ ৩৫ ওয়েবসাইট বন্ধ

অনলাইন ডেস্কঃ সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল শীর্ষনিউজ ও আমার দেশসহ ৩৫টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বিটিআরসি। বাকি ৩৩টি ওয়েবসাইটের মধ্যে অনলাইন নিউজ পোর্টালের সংখ্যাই বেশি।

বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ গণমাধ্যমকে বলেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে অনলাইন পত্রিকা শীর্ষনিউজ বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে ঠিক কী কারণে অনলাইন পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

প্রসঙ্গত, ধর্মীয় উসকানি দেয়ার অভিযোগে আমার দেশ পত্রিকার মুদ্রিত প্রকাশনার অনুমোদন কয়েক বছর আগে বাতিল করা হয়েছে। এরপর এটি শুধু ইন্টারনেট ভার্সনে সংবাদ প্রকাশ করছিল পত্রিকাটি।

সুত্রঃ প্রিয়

সর্বশেষ আপডেটঃ ১২:৩৯ পূর্বাহ্ণ | আগস্ট ০৫, ২০১৬