যে কোন মূল্যে জঙ্গীবাদ সন্ত্রাসবাদ নির্মূলে নান্দাইলবাসীকে সজাগ থাকতে হবে-নান্দাইলে এম.পি তুহিন

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ১৫৪- ময়মনসিংহ-৯ নান্দাইলের জাতীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস’ান মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স’ায়ী কমিটির সদস্য, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোঃ আনোয়ার্বল আবেদীন খান তুহিন বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকারকে ৰমতা থেকে সরানোর জন্য একটি চক্র জঙ্গী কর্মকান্ড চালাচ্ছে এদের যে কোন মূল্যে দমন করতে নান্দাইলবাসীর প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার যখন দেশকে উন্নয়নের দিকে এগুচ্ছে ঠিক তখনই জামাত শিবির চক্র দেশকে অসি’তিশীল করতে উঠে পড়ে লেগেছে। এদের বির্বদ্ধে স্বোচ্চার হতে নান্দাইল মুজিব আদর্শের কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।
সংসদসদস্য বৃহস্পতিবার (৪ আগষ্ট) নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছালাম, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, সহকারী কমিশনার (ভ’মি)তামিম আল ইয়ামীন নান্দাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক ভ’ইয়া প্রমূখ। আইন শৃঙ্খলা
সভার পরপর নব নির্বাচিত চেয়ারম্যানদের উপসি’তিতে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। মাসিক সভায় উপজেলার উন্নয়নে বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ানম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন সার্বিক পরিচালনায় ছিলেন নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানূর আলম।#