হোসেনপুরে আওয়ামীলীগের শোক দিবসের প্রস’তি সভা
হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি
হোসেনপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালনের উপলৰ্যে প্রস’তিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহির্বল ইসলাম নুর্ব মিয়ার সভপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমএ সালাম কমান্ডার,সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মানিক,পৌর আওয়ামলীলীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা আওয়ামীলীগের সদস্য এমএ হালিম, তথ্য ও গবেষনা সম্পাদক প্রদীপ কুমার সরকার,দপ্তর সম্পাদক তাজুল ইসলাম,শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ। উপজেলায় জাকজমক ভাবে জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেয়া হয়।