| বিকাল ৫:৪৪ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আটপাড়া কলেজের শিক্ষক শিৰার্থীদের অনশন

নেত্রকোনা প্রতিনিধি ঃ জেলার আটপাড়া উপজেলা সদরে অবসি’ত একমাত্র আটপাড়া কলেজটিকে জাতীয়করন দাবীতে গতকাল বৃহস্পতিবার কলেজের শিক্ষক শিক্ষাথীরা অনশন কর্মসূচী পালন করে। উপজেলা পরিষদের সামনে বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত এই অনশন কর্মসূচী পালন করা হয়। এর আগে শিৰার্থীরা কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে।
জানা গেছে, জেলার আটপাড়া কলেজ জাতীয়করণের দাবীতে কলেজের শিৰক শিক্ষার্থী এলাকাবাসী বেশ কিছুদিন ধরে উপজেলা সদরে মানববন্ধন, প্রতিবাদ সভা, সমাবেশ, অনশন কর্মসূচী পালন করে আসছে। কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগে কলেজের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকালে কলেজ চত্বর থেকে মিছিল বের করে। মিছিলকারীরা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা পরিষদের সামনের রাস্তায় অনশন কর্মসূচী পালন করে। এতে যোগদান করেন কলেজের শিক্ষক, এলাকাবাসী ও কলেজের সাবেক ছাত্ররা। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিলৱুর রহমান পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৫ অপরাহ্ণ | আগস্ট ০৪, ২০১৬