ত্রিশালে নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ৪ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার
ময়মনসিংহের ত্রিশালের খিরু নদী থেকে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ত্রিশাল থানা করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার উপজেলার খিরু নদীতে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশ। উদ্ধারকৃত বৃদ্ধের নাম আবুল হোসেন খাঁ (৬৫)। তার বাড়ী উপজেলার হরিরামপুর ইউনিয়নের গোলাভিটা গ্রামে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, সোমবার রাতে নিখোঁজ হন আবুল হোসেন, পরে বুধবার তার অর্ধগলিত লাশ খিরু নদী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।