| বিকাল ৩:১২ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় সাংবাদিক হুমায়ুন কবীর সেলিমের ইন্তেকাল

নেত্রকোনা প্রতিনিধি ঃ জেলার প্রথম প্রকাশিত ‘সাপ্তাহিক নেত্র’ পত্রিকার সম্পাদক, আরটিভির জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর সেলিম (৫৮) আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মসজিদ কোয়ার্টারস’ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….. রাজেউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর নেত্রকোনা জামে মসজিদে (বড় মসজিদ) জানাজা শেষে সাতপাই পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান, জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন। তাঁর অকাল মৃত্যুতে নেত্রকোনায় কর্মরত সকল সংবাদকর্মীরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৫ অপরাহ্ণ | আগস্ট ০৪, ২০১৬