বিপিএলের ময়মনসিংহ পর্বের সময়সূচী

ফাহিম মোঃ শাকিলঃ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে শুক্রবার ৫ আগস্ট শুরু হওয়া বিপিএলের ময়মনসিংহ পর্ব চলবে ১৭ আগস্ট পর্যন্ত। মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
শুক্রবার শিরোপাধারী শেখ জামাল বনাম চট্টগ্রাম আবাহনীর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ময়মনসিংহ পর্ব। ময়মনসিংহ পর্ব ম্যাচ গুলো নির্বিঘ্নে করার প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সময়সূচীঃ
০৫ আগস্ট শুক্রবার চিটাগাং আবাহনী লি: ভি-এস শেখ জামাল ধানমন্ডি ক্লাব লি:।
০৬ আগস্ট শনিবার সকার ক্লাব ফেনী ভি-এস শেখ রাসেল ক্রীড়া চক্র লি:।
০৭ আগস্ট রবিবার বিজে এমসি ভি-এস মোহামেডান স্পোটিং ক্লাব লি:।
০৮আগস্ট সোমবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ভি-এস আবাহনী লি: ঢাকা।
০৯ আগস্ট মঙ্গলবার আরামবাগ ক্রীড়া সংঘ ভি-এস ব্রাদার্স ইউনিয়ন লি:।
১০আগস্ট বুধবার উত্তরা বারীধারা ক্লাব ভি-এস রহমতগঞ্জ এমএফএস।
১১আগস্ট বৃহসপ্রতিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ভি-এস ফেনী সকার ক্লাব। ১২আগস্ট শুক্রবার শেখ রাসেল ক্রীড়া চক্র লি: ভি-এস বিজিএমসি।
১৩আগস্ট শনিবার মোহামেডান স্পোটিং ক্লাব ভি-এস বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
১৪আগস্ট রবিবার চিটাগাং আবাহনী লি ভি-এস উত্তরা বারীধারা ক্লাব।
১৬আগস্ট মঙ্গলবার রহমতগঞ্জ এমএফএস ভি-এস আরামবাগ ক্রীড়া সংঘ।
১৭আগস্ট বুধবার আবাহনী লি: ঢাকা ভি-এস ব্রাদার্স ইউনিয়ন লি:।
সব গুলো ম্যাচ বিকাল ৪.০০টায় শুরু হবে।
ইতি মধ্যে বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দল বিকেলে স্টেডিয়ামের ভেন্যু পরিদর্শন করেন। স্টেডিয়ামের কাজের সন্তুষ্টি প্রকাশ করেছেন পরিদর্শনে আসা ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আবু নাঈম সোহাগ।