| বিকাল ৩:৪৪ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে নতুন পুলিশ সুপারের যোগদান

ফাহিম মোঃ শাকিল:  পুলিশ সুপার (এসপি) মঈনুল হকের বিদায়ের পর হাসিমুখে ফুলের অভিষিক্ত গার্ড অনার প্রদান সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে ময়মনসিংহের নতুন পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম বি.পি.এম, পি.পি.এম কে বরণ করে নিলেন ময়মনসিংহ জেলা পুলিশের কর্মকর্তারা।
আজ মঙ্গলবার (০২ আগষ্ট) ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগ দিয়েছেন সৈয়দ নুরুল ইসলাম।
পুলিশ সুপারের কার্যালয়ে নতুন পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম পৌঁছলে তাকে স্বাগত জানান ময়মনসিংহের বিদায়ী এসপি মইনুল হক। এরপর পুলিশের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা এসপি হিসেবে নিজ কর্মস্থলে যোগ দেন।
এ সময় অতিরিক্ত জেলা পুলিশ সুপার (দক্ষিণ) হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।পরে নতুন পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে মতবিনিময় করেন।

সৈয়দ নুরুল ইসলাম বি.পি.এম, পি.পি.এম ২০তম বি.সি.এস (পুলিশ ক্যাডার) পাশ করে ২০০১ সালে বাংলাদেশ পুলিশের এ.এস.পি হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটিন পুলিশের কোতোয়ালী থানার সহকারী কমিশনার, রমনা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এস.পি), ঢাকার বিশেষ পুলিশ সুপার (এস.বি)সহ পুলিশ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বহুদিন কাজ করেছেন তিনি। সাহসিকতার জন্য বাংলাদেশ পুলিশের সর্বচ্চো পুরস্কার-সম্মাননা বি.পি.এম এবং পি.পি.এম পদক অর্জন করেন সৈয়দ নুরুল ইসলাম। বাংলাদেশ পুলিশের ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে বাংলাদেশ পুলিশ এ্যাসোসিয়েশনের নির্বাচিত জেনারেল সেক্রেটারীর দায়িত্বও পালন করেন তিনি। বর্তমানে বাংলাদেশ পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ঢাকা) হিসেবে তিনি দায়িত্ব পালনের পর আজ ময়মনসিংহের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করছেন।

ছবিঃ রেড মিল্লাত

সর্বশেষ আপডেটঃ ৯:৪৮ অপরাহ্ণ | আগস্ট ০২, ২০১৬