| দুপুর ২:৫৬ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীকে ছাত্রলীগের মারধর

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ২ আগস্ট ২০১৬, মঙ্গলবার,
ঠিকাদারি কাজ না দেওয়ায় মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে অবসি’ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মো: আসাদুজ্জামান (৪২) নামে চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে মারধর করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রকৌশলী হাফিজুর রহমান।

প্রকৌশলী হাফিজুর রহমান জানান, ময়মনসিংহ শহরে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় হতে বাসে উঠার সময় কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী তাকে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন। এ সময় চতুর্থ শ্রেণির কর্মচারী আসাদুজ্জামান এগিয়ে এলে তাকে কিল-ঘুষি মেরে আহত করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ সূত্র জানায়, একটি ঠিকাদার সিন্ডিকেটের প্রলোভনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু তাদের পৰে এত বড় ঠিকাদারি কাজ করা সম্ভব নয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক আপেল মাহমুদ জানান, টেন্ডার সংক্রান্ত কোন ঘটনা আমাদের বিশ্ববিদ্যালয়ে নেই কারন এখানকার টেন্ডারগুলো হয় ইজিবিতে। আপেল মাহমুদ অভিযোগ করেন, কর্মকর্তা পরিষদের নির্বাচনের পর আওয়ামীলীগ ও ছাত্রলীগকে নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রকৌশলী হাফিজুর রহমান।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ঠিকাদারি কাজ না দেওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রশাসনিক কর্মকর্তারা দাবি করেছেন। বর্তমানে পরিসি’তি নিয়ন্ত্রণে রয়েছে।

অপরদিকে আহত কর্মচারীকে দেখতে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম।

সর্বশেষ আপডেটঃ ৯:১৪ অপরাহ্ণ | আগস্ট ০২, ২০১৬