ভালুকায় পানিতে ডুবে ২ শিশুর মুত্যু

মোঃ ফিরোজ খান, ভালুকা থেকে ॥ ২ আগস্ট ২০১৬, মঙ্গলবার,
ভালুকায় পানিেেত ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছ্ে॥ মঙ্গলবার (২ আগষ্ট) সকালে উপজেলার আঙ্গারগাড়া গ্রামে এ মর্মানি-ক ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ওই গ্রামের তমসের হোসেনের শিশুকন্যা তায়েবা (২) ও তার মেয়ের ঘরের নাতি রাফি (৩) সকালে খেলার সময় অজানে- বাড়ির পাশে নিজেদের খনন করা ডুুবায় পড়ে যায়। পড়ে রাস্তায় চলাচলকারী লোকজন দু’শিশুর লাশ পানিতে ভেসে উঠতে দেখলে পরিবারের লোকজন জানতে পারে। উল্লেখ্য তমসের হোসেনের বিবাহিত মেয়ে মাজেদা তার ছেলে রাফিেেক নিয়ে বাপের বাড়িতে বেড়াতে ্আসলে এ দূর্ঘটনায় পড়ে।