নান্দাইলে স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলা সদরে সন্ত্রাস জঙ্গিবাদ ও সামপ্রদায়িক অপশক্তির বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক সমাবেশ সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ আলী খান । সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রেনু, আওয়ামীলীগ নেতা নাজিবুলৱাহ লিটন, সেচ্ছাসেবক লীগনেতা আব্দুল মোতালিব, আব্দুর রউফ রিপন, আনিছুর রহমান প্রমূখ। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন সমাবেশে বক্তরা জঙ্গীবাদ সন্ত্রাস দমনে সরকারকে সহযোগিতা করার জন্য নান্দাইল বাসীর প্রতি আহবান জানান। সমাবেশ পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক প্রশান্ত কুমার সাহা বাচ্চ।#