| রাত ১২:১২ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীবরদীতে জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে মতবিনিময়

শ্রীবরদী প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীবরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে ও শ্রীবরদী থানার সার্বিক ব্যবস্থাপনায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউএনও খালেদা নাছরিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে প্রধান অতিথি হিসেবে উপসি’ত থেকে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন স’ানীয় এমপি প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃংখলা উন্নয়নে সন্ত্রাস- জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে বক্তব্য রাখেন, শ্রীবরদী থানার ওসি এস.আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম নাছির উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে শ্রীবরদী পৌরসভার সদ্য কারামুক্ত মেয়র আবু সাইদ, বিশিষ্ট আ’লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ আলী লাল মিয়া, শ্রীবরদী আয়শা- আইন উদ্দিন মহিলা কলেজের অধ্যৰ সাদুলৱাহ হুসাইন বিপুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন সাগর, বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, শ্রীবরদী সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল্লাহ সালেহসহ অনেকেই উপসি’ত ছিলেন। মতবিনিময় সভায় সংসদ সদস্য অপরাধমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আহব্বান জানায়। মতবিনিময় সভায় স’ানীয় আ’লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকারা উপসি’ত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৬:৪৯ অপরাহ্ণ | আগস্ট ০২, ২০১৬