| বিকাল ৪:১৩ - শনিবার - ২৬শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

হোসেনপুরে বিদ্যুৎস্পর্শে পোল্ট্রি ব্যবসায়ীর মৃত্যু

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি ঃ
হোসেনপুরে বিদ্যুৎস্পর্শে পোল্ট্রি ব্যবসায়ী মিজবাহ উদ্দিন মানিক (৪২) মৃত্যু হয়েছে। সে উপজেলার মাধখলা গ্রামের মৃত মাছিম উদ্দিনের পুত্র। স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার বিকালে তিনি নিজ পোল্ট্রি খামারের বিদ্যুতের সংযোগ পরীক্ষা করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান। স্থানীয় লোকজন খবর পেয়ে ঘটনাস’লে এসে মানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হোসেনপুর থানার ওসি মো.নান্নু মোল্লা ঘটনারা সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৬:৪৬ অপরাহ্ণ | আগস্ট ০২, ২০১৬