ময়মনসিংহে আর্মড পুলিশের অভিযানে গাঁজাসহ আটক এক

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ফকিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে একজন গাঁজা ব্যবসায়ী মোঃ ইউসুফ আলী (৭৫) কে আটক করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অপারেশন এন্ড ইন্টিলিজেন্স টিম।
সোমবার (১ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার কলাদিয়া গ্রামের অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা যায়, উপজেলার কলাদিয়া গ্রামের ইসহাক আলীর বসত বাড়ীতে অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী ইউসুফ কে আটক করে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অপারেশন এন্ড ইন্টিলিজেন্স টিম। ইউসুফ উক্ত এলাকার মৃত ইসহাক আলী’র ছেলে। এসময় তার কাছে থাকা ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘ দিন যাবৎ এলাকায় গাঁজা ব্যবসা করে আসিতেছে বলে এলাকার লোকজন জানায়।
সিনিয়র এএসপি মীর মনির হোসেন জানান, উদ্ধারকৃত মালামাল ও আসামী ইউসুফ কে মুক্তাগাছা থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মাদক আইনে মামলা হয়।