| সকাল ৮:১৭ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলে রাতে প্রবেশ করতে না দেওয়ায় ছাত্রীদের বিক্ষোভ মিছিল

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে অবসি’ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দোলনচাঁপা হলের আবাসিক শিৰার্থী হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিৰার্থী ইয়াসমিন আক্তার জুই রোববার রাত ৯ টার দিকে হলে প্রবেশ করতে চাইলে তাকে প্রবেশ করতে না দেওয়ায় দোলনচাঁপা হলের আবাসিক ছাত্রীরা সোমবার বিক্ষোভ মিছিল করে।
সকালে দোলনচাঁপা হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুর্বত্বপূর্ণ সড়ক প্রদৰিণ করে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। এ সময় তারা দোলনচাঁপা হল প্রভোস্ট এবং হল সুপারের পদত্যাগ চেয়ে বিৰোভ মিছিল করেন।
দোলনচাঁপা হল সুপার নাসরিন আক্তার জানান, বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্রে উলেৱখ আছে রাত ৮ টার ভিতরে হলে উপসি’ত থাকতে হবে। এ নিয়ে গত বুধবার রাত ৭টার দিকে ছাত্রী হলে ছাত্রীদের নিয়ে একটি সাধারণ মিটিং করে তাদের আবারো জানিয়ে দেওয়া হয় যে, রাত ৮টার পর হলে প্রবেশ করা নিষেধ। কিন’ তারা নিয়ম না মেনে রাত ৯টা, ১০টা এমনকি ১১টার সময়ও হলে প্রবেশ করতে চায়। এর ফলে হলের নিয়ম শৃঙ্খলার বিঘ্নঘটে।

সর্বশেষ আপডেটঃ ৯:৫১ অপরাহ্ণ | আগস্ট ০১, ২০১৬