| দুপুর ১২:১৩ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছার পল্লীতে স্বামী-স্ত্রীকে বেঁধে রেখে ৩’শতাধিক ফলজ ও বনজ বৃক্ষ নিধন ও লুট

 

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: মুক্তাগাছার পলৱীতে পূর্ব শত্র্বতার জের ধরে স্বামী-স্ত্রীকে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রেখে বাড়ীর আঙ্গিনার প্রায় ৩’শতাধিক ফলজ ও বনজ বৃক্ষ নিধন করে লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। জানা যায়, গত শনিবার সকাল ১০টার দিকে থানার মন্ডলসেন গ্রামে হযরত আলীর সাথে তার ভাইদের পূর্ব শত্র্বতা ছিল। এরই জের ধরে ঐ দিন আব্দুর রহমান, আবুল কালাম ও বাবুলের নেতৃত্বে ১০/ ১৫ জনের একটি সন্ত্রাসী গ্র্বপ দেশীয় অস্ত্রসহ হযরত আলীর বাড়ীতে প্রবেশ করে। বাড়ীতে প্রবেশ করেই হযরত আলী ও তার স্ত্রীকে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে ফেলে। পরে একযোগে সন্ত্রাসীরা বাড়ীর আঙ্গিনার আকাশী, ইউক্লেপটাস, কাঁঠাল, আম, লিচু, পেঁয়ারা, সুপারি, কলা গাছসহ প্রায় ৩’শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে এর মধ্যে যাবার সময় বটবটি গাড়ী যোগে ইউক্লেপটাস, আকাশী, কাঁঠালসহ বড় আকারের প্রায় ২ লৰ টাকার কাঠ নিয়ে যায়। এ সময় এলাকার শত শত লোক সন্ত্রাসীদের কার্যকলাপ পর্যবেক্ষণ করলেও তাদের ভয়ে কেউই এগিয়ে আসেনি। এ ব্যাপারে মুক্তাগাছা থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস’ল পরিদর্শন করেছে।

সর্বশেষ আপডেটঃ ৯:৪৬ অপরাহ্ণ | আগস্ট ০১, ২০১৬