বাজিতপুরে ইভটিজিংএর প্রতিবাদ করায় আক্রান্ত ১ শিক্ষার্থী

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ারর্দী ইউনিয়নের আব্দুল মান্নান স্বপন উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্রীদের কে এলাকার নোয়াহাটা গ্রামের মিজান, সজল, ইয়াসিন, উছমান সহ কয়েক জন বখাটে যুবক ছাত্রীরা স্কুলে আসা এবং যাওয়ার সময় উক্ত্যক্ত করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় গতকাল বিকাল ৫টার দিকে স্কুল ছুটির সময় ছাত্রীরা বাড়িতে যাওয়ার পথে ওই ৪-৫জন ইভটিজার ছাত্রীদের কে বাড়িতে যেতে বাধা প্রধান করে। এর প্রতিবাদ করতে গিয়ে অত্র বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র মবিন মিয়া (১৪) কে ইভটিজাররা মারধর করলে গুর্বত্বর আহত হয়। মবিন কে গুরুত্বর আহত অবস’ায় বাজিতপুর উপজেলা স্বাস’্য কমপেৱক্সে ভর্তি করা হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিৰক আব্দুল মান্নান স্বপন আজ সোমবার সন্ধ্যার সময় মুঠোফোনে জানান, এলাকার বখাটে ছেলেরা দীর্ঘদিন ধরে তার বিদ্যালয়ের ছাত্রীদের কে উক্ত্যক্ত করে আসছে বলে দাবী করেন। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেড এম সারজিল হাসান জানান, ইভটিজার দের বির্বদ্ধে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে বলে সত্যতা স্বীকার করেন। বাজিতপুর থানার ওসি মকবুল হোসেন মোলৱা জানান, অভিযোগ পেয়েছি, আইনানুগ ব্যবস’া নিবেন বলে উলেৱখ করেন।