| রাত ১:৫৪ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ভালুকায় ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ ফিরোজ খান, ভালুকা থেকে ॥ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি ও জনমত গড়ার লক্ষ্যে সোমবার (১ আগস্ট) সকাল ১১টা থেকে ১২টা পর্যন- ভালুকা উপজেলার কলেজ ও মাধ্যমিক পর্যায়ের ১শত ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী, শিক্ষক ও অভিভাবকগন এক মানববন্ধন কর্মসূচী পালন করেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেন, ভালুুকা ডিগ্রী কলেজ, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়, ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হালমুননেছা চৌধুরানী মেমোরিয়েল বালিকা উচ্চ বিদ্যালয়, রহমতে আলম একাডেমী, সমলা তাহের উচ্চ বিদ্যালয়, চাপড়বাড়ি দাখিল মাদরাসা, কাচিনা উচ্চ বিদ্যালয়, পাড়াগাড়গাঁও উচ্চ বিদ্যালয়, এপোলো কম্পিউটার ইনস্টিটিউট। এছাড়া উপজেলার আভ্যন-রিক সড়ক ও নিজ নিজ ক্যাম্পাসে উপজেলার ১শত ৪টি শিক্ষা প্রতিষ্ঠানই অভিন কর্মসূচীর অংশ হিসেবে মানব বন্ধন কর্মসূচী পালন করে। এসময় মানব বন্ধন কর্মসূচীতে উপসি’ত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার, ভালুকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আঃ রউফ, ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ, মামুন অর রশিদ, ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব উল্যাহ চৌধুরী, ভালুকা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, ভালুকা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুজ্জামান, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক উল্যাহ চৌধুরী, চাপড়বাড়ি দাখিল মাদরাসার সুপার ও মাদরাসা শিক্ষক নেতা মাওলানা েেমাবাশ্যারুল ইসলাম সবুজ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইদ্রিস আলী, সাবেক কাউন্সিরর গোলাপী আক্তার সহ শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকগন।

সর্বশেষ আপডেটঃ ৮:৫৮ অপরাহ্ণ | আগস্ট ০১, ২০১৬