ঝিনাইগাতীতে কোচ সম্প্রদায়ের মাতৃভাষা শীর্ষক সেমিনার

এম খলিলুর রহমান ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা ঃ
শেরপুরের ঝিনাইগাতীতে ১আগষ্ট সোমবার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কোচ সম্প্রদায়ের মাতৃভাষা ভিত্তিক বহু ভাষিক শিক্ষা কার্যক্রম শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। হেল্থ, এডুকেশন এন্ড লাইভলিহুডস্ প্রোগ্রামের প্রজেক্ট লিডার জেনী মিলড্রেড ডি ক্রুশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিৰা অফিসার আবু বক্কর সিদ্দিক, নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, ল্যাগুয়েজ এন্ড এডুকেশন অফিসার সঙ্গীতা ফ্লুরেন্স, ডেভলপমেন্ট অফিসার শান্তা মারিয়া ডি কস্তা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতিসংঘের ঘোষনা অনুযায়ী সকল শিশুর জন্য মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করার তাগিদ দেন। তিনি আরোও বলেন মাতৃভাষা ভিত্তি বহুভাষিক শিৰার মাধ্যমে শিশুরা যে ভাষা ভাল জানে, সেই ভাষায় শিক্ষা শুরু করার সুযোগ পায়। প্রজেক্ট লিডার জেনী মিলড্রেড ডি ক্রুশ বলেন, যে কোন ভাষা গোষ্টির ভাষা ও সংস্কৃতির যথাযথ মূল্যায়ন সেই জনগোষ্টির মানুষদের ভাবতে শেখায় যে, তারাও সে দেশের একটি গুর্বত্বপূর্ণ অংশ। যা দেশের সার্বিক উন্নয়নে সকলকে সমান অবদান রাখতে উৎসাহিত করে।