দুর্গাপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে মানববন্ধন

মাসুম বিল্লাহ্,দুর্গাপুর,নেত্রকোনা, ১ আগস্ট ২০১৬, সোমবার,
জেলার দুর্গাপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে কলেজ রোড ও হাসপাতাল চত্বরে জাতীয় কর্মসূচীর অংশ হিসাবে ঘন্টাব্যাপি এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার এ মানববন্ধনে সুসং সরকারি মহাবিদ্যালয়, দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়,দ্বীন এ দাখিল আলীয়া মাদ্রাসা, সুসঙ্গ আদর্শ বিদ্যা নিকেতন, এম,কে,সি,এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়,উপজেলা স্বাস্থ্য কমপেৱক্স সহ বিভিন্ন বিদ্যালয়ের শহস্রাধিক শিক্ষার্থীরা পৃথক পৃথক ভাবে মানববন্ধনে অংশ গ্রহন করে। মানব বন্ধনে বক্তব্য রাখেন সুসং সরকারি মহাদ্যিালয়ের অফিস ইনচার্জ ডঃ ভবানী সাহা, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয় এর অধ্যৰ দেলোয়ারা বেগম।এম,কে,সি,এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিৰক মোঃ আব্দুল আজিজ, সুসঙ্গ আদর্শ বিদ্যা নিকেতন এর প্রধান শিৰক একেএম ইয়াহিয়া প্রমূখ।