শ্রীবরদীতে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

শ্রীবরদী প্রতিনিধিঃ১ আগস্ট ২০১৬, সোমবার
৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত ৪ ইউপি চেয়ারম্যান, ৩৬ ইউপি সদস্য ও সংরৰিত আসনের ১২ ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা সদরের শহীদ শাহ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম স্মৃতি অডিটরিয়াম মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ইউএনও খালেদা নাছরিনের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি’ত থেকে ৪ ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ.এম. পারভেজ রহিম। বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, শ্রীবরদী ওসি এস.আলম। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোতাহার্বল ইসলাম লিটন, সদ্য কারামুক্ত পৌর মেয়র আবু সাইদ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লিপি বেগম, ভাইস চেয়ারম্যান দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান, শ্রীবরদী প্রেস ক্লাব সভাপতি রেজাউল করিম বকুল, সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, নব নির্বাচিত রাণীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, গোশাইপুর ইউপি চেয়ারম্যান জুবায়ের হোসেন, ভেলুয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিয়া ও তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লালসহ অনেকেই উপসি’ত ছিলেন। অনুষ্ঠানে ৪ ইউনিয়নের ৪৮ ইউপি সদস্য ও সদস্যাদের শপথ বাক্য পাঠ করান ইউএনও খালেদা নাছরিন। নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলদিয়ে বরণ করে নেওয়া হয়।