পূর্বধলা ও শ্যামগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষাথীদের মানববন্ধন

তিলক রায় টুলু পূর্বধলা থেকেঃ১ আগস্ট ২০১৬, সোমবার,
সন্ত্রাস জঙ্গিবাদ ও অপশক্তির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ, জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয় আমিনা মেমোরিয়াল দাখিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত ময়মনসিংহ -নেত্রকোনা মহাসড়কে সন্ত্রাস জঙ্গীবাদ বিরোধী বিভিন্ন পেৱকার্ড ফেস্টুন ও ব্যানার নিয়ে এ কর্মসূচী পালন করে।
পরে সন্ত্রাস জঙ্গিবাদ সম্পর্কে সচেতনামূলক বক্তব্য রাখেন শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের প্রিন্সিপাল হাবিবুর রহমান, ভাইস প্রিন্সিপাল কিউ, জেড, এম আবুল কাশেম, ম্যানেজিং কমিটির সদস্য সালাউদ্দিন চাঁন, প্রভাষক জীবন পন্ডিত, আমীনা মেমোরিয়াল দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল ইদ্রিছ আলী, সভাপতি আঃ মতিন, জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন, সিনিয়র শিক্ষক সোহরাব হোসেন, শিৰক মিজানুর রহমান প্রমুখ।
এ ছাড়া পূর্বধলা ডিগ্রী কলেজ ও জে এম পাইলট উচ্চ বিদ্যালয় সন্ত্রাস ও জঙ্গিবাদের বির্বদ্ধে কলেজের সামনের রাস্তায় কলেজের শিক্ষক, শিক্ষিকা ছাত্র/ছাত্রীদের নিয়ে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মানব বন্ধন কর্মসূচী পালন করে।
পরে সন্ত্রাস ও জঙ্গিবাদ সর্ম্পকে সচেতনামূলক বক্তব্য রাখেন প্রিন্সিপাল শহীদুলৱাহ খান, ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হক রতন, শিৰক পরিষদের সাধারন সম্পাদক কাজী আসাদুজ্জামান, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক, মোঃ হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক আবু হানিফ তালুকদার, সহকারী অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক নুর্বন্নাহার খানম বীথি, সহকারী অধ্যাপক রতন কুমার বর্মন, প্রভাষক রিতা রানী ভোমিক, প্রমুখ।