| সকাল ১০:০০ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তাড়াইলে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানবন্ধন ও শোভাযাত্রা

 

আমিনুল ইসলাম বাবুল, তাড়াইল (কিশোরগঞ্জ) :১ আগস্ট ২০১৬, সোমবার
কিশোরগঞ্জের তাড়াইলে সরকারি আদেশে উপজেলার প্রতিটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষক, কর্মচারি ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য কমপেৱক্সের আয়োজনে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারীরা জঙ্গিবাদ ও সন্ত্রাসের বির্বদ্ধে সোমবার মানববন্ধন ও শোভাযাত্রা কর্মসূচি পালন করেন।
তাড়াইল মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এটিএম মোস্তফার সভাপতিত্বে সহকারি অধ্যাপক মনোরঞ্জন তালুকদারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এহসানুল হক মুকুল, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. বদর্বল হাসান রনি, ডা. মো. আজহারুল ইসলাম রাফি, সহকারি অধ্যাপক মো. আতাউর রহমান ভূঞা, মোহাম্মাদ রফিকুল ইসলাম, কাবেরী পাল চৌধুরী প্রমুখ

সর্বশেষ আপডেটঃ ৭:৩৩ অপরাহ্ণ | আগস্ট ০১, ২০১৬