তারাকান্দায় মুক্তিযোদ্ধার কন্যা ধর্ষিত

তারাকান্দা(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় এক মুক্তিযোদ্ধার কন্যা ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষিতা বাদী হয়ে আজ সোমবার ধর্ষণকারীসহ এক ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, উপজেলার বানিহালা ইউনিয়নের লাউটিয়া (গুচ্ছ গ্রামের) বীর মুক্তিযোদ্ধা মৃত ফয়েজ উদ্দিনের কন্যাকে(১৮) গত ৩০ মার্চ রাতে জোরপূর্বক পাশের বাড়ি আব্দুল কুদ্দুছের পুত্র লম্পট স্বপন মিয়া(৩২) তার ঘরে নিয়ে ধর্ষন করে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দিয়ে একাধিক বার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। এক পর্যায়ে ধর্ষিতা অন-ঃসত্বা হয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়। স’ানীয় ইউপি সদস্য ময়েজ উদ্দিন ধর্ষনকারীর পক্ষ নিয়ে বিয়ের আলাপ আলোচনার নামে আলামত নষ্টের চেষ্টা করে।