| বিকাল ৫:৩৬ - রবিবার - ১লা সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৭ই ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৭শে সফর, ১৪৪৬ হিজরি

শ্রীবরদীতে নতুন সেতুর উদ্বোধন

শ্রীবরদী প্রতিনিধিঃ ৩১ জুলাই ২০১৬, রবিবার,
শ্র্রীবরদী-শেরপুর সড়কের কুড়িকাহনিয়া বাজার সংলগ্ন খালের উপর নব নির্মিত শহীদ মুক্তিযোদ্ধা বুলবুল সেতুর উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে শেরপুর সড়ক ও জনপদ অধিদপ্তরের অর্থায়নে নির্মিত ৩ কোটি, ৪০ লক্ষ টাকা ব্যয়ে ৪০.৩০ মিটার সেতুটির উদ্বোধন করেন স’ানীয় এমপি ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক চাঁন। এ উপলক্ষ্যে শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম সভাপতিত্বে এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন, শেরপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুপ্তা চাকমা, জামালপুর জেলা সড়ক ও জনপদ বিভাগের তত্বাবধায়ক এ.এস.এম ফারুক, শ্রীবরদীর ইউএনও খালেদা নাছরিন, শেরপুর জেলা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী লাল মিয়া, শ্রীবরদী থানার ওসি এস.আলম, কুড়িকাহনিয়া ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান নুরে আলম, সাবেক চেয়ারম্যান আজহার আলী মাষ্টার, শ্রীবরদী প্রেস ক্লাব সভাপতি রেজাউল করিম বকুল সহ অনেকেই উপসি’ত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৭:৩৫ অপরাহ্ণ | জুলাই ৩১, ২০১৬