ভিখারি ভেবে রজনীকান্তকে ১০ রুপি দান
অনলাইন ডেস্কঃ দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। এত বড় মাপের তারকা হলেও খুবই সাধারণ জীবনযাপন করেন রজনীকান্ত। তার জীবনযাপন এতটাই সাধারণ যে তাকে ভিখারি ভেবে ভুল করেছিলেন এক নারী।
একদিন একটি মন্দিরের পিলারের পাশে বসেছিলেন রজনীকান্ত। তার পরনে ছিল সাধারণ পোশাক। এদিকে একজন নারী তার পাশ দিয়ে যাওয়ার সময় ভুল করে ভিখারি ভেবে তাকে ১০ রুপি হাতে ধরিয়ে দেন।
একজন প্রত্যক্ষদর্শী নারী ঘটনাটির বর্ণনা দিয়ে জানান, রজনীকান্ত ইচ্ছে করলে ওই নারীকে গালিগালাজ করতে পারতেন। কিন্তু তিনি তেমনটা করেননি। বরং তিনি হাসিমুখে টাকাটি নিয়েছেন। এরপর তিনি যখন মন্দির থেকে বের হয়ে তার গাড়িতে উঠছিলেন তখন ওই নারী পুরো ব্যাপারটির জন্য তার কাছে ক্ষমা চান। জবাবে রজনীকান্ত জানিয়েছিলেন, সৃষ্টিকর্তা তাকে নানাভাবে বুঝিয়ে দেন যে, তিনি যদি সুপারস্টার না হতেন তাহলে আজ তার অবস্থান কোথায় থাকত।
পরবর্তীতে রজনীকান্ত ওই নারীর ১০ রুপি এবং সঙ্গে ১০ লাখ রুপি একটি এতিম খানায় দান করেছিলেন। গায়েত্রি নামের একজন ডাক্তার তার বইয়ে এই ঘটনাটির বর্ণনা দিয়েছেন।