| সকাল ৯:২০ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

পর্তুগালে সেরা অভিনেতার পুরস্কার পেলেন মোশাররফ

অনলাইন ডেস্কঃ  ‘জালালের গল্প’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পর্তুগাল-এ অনুষ্ঠেয় আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরে সেরা অভিনেতার পুরস্কার পেলেন মোশাররফ করিম।

উৎসবের ২০তম আসরের উদ্বোধনী দিন ২৭ জুলাই পর্তুগালের আভাঙ্কায় শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার গ্রহণ করেন ইমপ্রেস টেলিফিল্ম লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং মোশাররফ করিমের পক্ষে পুরস্কার গ্রহণ করেন চলচ্চিত্রটির পরিচালক আবু শহেদ ইমন।

চলচ্চিত্রটিতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেন- মৌসুমী হামিদ, তৌকীর আহমেদ, শর্মীমালা, আরাফাত রহমান ও মহম্মদ ইমন প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৫:২৬ পূর্বাহ্ণ | জুলাই ৩১, ২০১৬